সুখ দুঃখের মাঝখানে ঠিক
দিলাম লম্বা দাগ
তুমি নেবে সুখটুকু আর
দুঃখে আমার ভাগ
দাগটি একা থাকবে পড়ে
ভাগাভাগি সাঙ্গ করে
লাগ ভেলকি লাগ
আরে লাগ ভেলকি লাগ
সুখ দুঃখের মাঝখানে ঠিক
দিলাম লম্বা দাগ
ভালোমন্দ ভাগ করিনি
ভাগে গণ্ডগোল
যার যা খুশি তুলে নিতে
দিতে পারো দো্ল
তুলতে দিয়ে দোলনা ছিঁড়ে
কার দেখাবে রাগ
ভাগাভাগি সাঙ্গ করে
লাগ ভেলকি লাগ
আসার পথে দেখবে ফিরে
নামবে বিকেল সন্ধে ঘিরে
ব্যস্ত যখন ঘরের পথে
পাখি তখন শান্ত নীড়ে
ঘরের চাবি হারিয়ে ফেলি
তালায় গণ্ডঘোল
জানলা দিয়ে ঘরে ঢুকি
চৌদ্দআনা টোল
টোল না দিলে বুঝবে নাতো
চাবিতে কার ভাগ
ভাগাভাগি সাঙ্গ করে
লাগ ভেলকি লাগ