Valobasar E Belai-文本歌词

Valobasar E Belai-文本歌词

Jony&Shan Shaik
发行日期:

ভালোবাসার এবেলায় চলে যেও না বুক ভরা স্বপ্ন ভেঙে দিও না এ বুকের বেদনা তুমি তো দেখো না ফেরারি এ জীবন আমার দিয়েছো যাতনা মন আমার ভেঙ্গেছ আজ সুখের মোহে সুখ খুঁজে পাবে না আর এই জীবনে ভালোবাসার এবেলায় চলে যেও না অচেনা পথিক আমি হয়েছি আজ একাকি নিঃসঙ্গ এই রাতে কেউ নেই যে সাথী।। এ বুকের বেদনা তুমি তো দেখো না ফেরারি এ জীবন আমার দিয়েছো যাতনা মন আমার ভেঙ্গেছ আজ সুখের মোহে সুখ খুঁজে পাবে না আর এই জীবনে ভালোবাসার এবেলায় চলে যেও না বিরহেরই অনলে পুড়ে আমি মরেছি একদিন আসবে ফিরে আমি তা জেনেছি।। এ বুকের বেদনা তুমি তো দেখো না ফেরারি এ জীবন আমার দিয়েছো যাতনা মন আমার ভেঙ্গেছ আজ সুখের মোহে সুখ খুঁজে পাবে না আর এই জীবনে ভালোবাসার এবেলায় চলে যেও