ও নদী, আমার মৃত্যু আসে যদি এমন চাঁদের রাতে আমার ভাসিয়ে দেওয়া প্রেম ভালোবাসার সমুদ্র সফেন পৌঁছে দিয়ো তাকে। যে আমার জন্যে রাত জেগে বসে আছে চিন্তা গায়ে মেখে তাকে বলো কানে কানে... আমি খুব কষ্টে ছিলাম নিজেকে তাই ভাসিয়ে দিলাম শেষ না হওয়া গানে। জীবন-নদীর ওই পারে মিথ্যেবাদীর থেকে দূরে অপেক্ষায় থাকবো আমি... অচেনা কোনো সন্ধ্যে চেনা গায়ের গন্ধে আমায় পাবে তুমি