Nohor Nemeche Prane-文本歌词

Nohor Nemeche Prane-文本歌词

Imam Zafar Numanee
发行日期:

রাইয়ান থেকে সালসাবিলের নহর নেমেছে প্রাণে— এ জীবন আজ ধন্য হলো যে সিয়ামের মধু-ঘ্রাণে।। ... বুকের রেহালে আয়াতের সুর চোখের তারায় নাজাতের নূর— তাকওয়ার ঢেউ সকাল-সন্ধ্যা নতুন আবেগ আনে।। ... আমার বিপুল পাপের পৃথিবী পুড়ে পুড়ে হোক ছাই তাওবার রঙে অবিরাম ভিজে অমলিন হতে চাই। ... আশার আকাশে রহমের চাঁদ দিদার পাবার সীমাহীন সাধ— কী মোহন এই আলোর দীপ্তি প্রেমিক হৃদয় জানে।।