Aji Jhorer Raate-文本歌词

Aji Jhorer Raate-文本歌词

Mahnaz Karim Hussain
发行日期:

আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরানসখা বন্ধু হে আমার। আকাশ কাঁদে হতাশ-সম, নাই যে ঘুম নয়নে মম, দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার। পরানসখা বন্ধু হে আমার। বাহিরে কিছু দেখিতে নাহি পাই, তোমার পথ কোথায় ভাবি তাই। সুদূর কোন্‌ নদীর পারে, গহন কোন্‌ অন্ধকারে হতেছ তুমি পার। পরানসখা বন্ধু হে আমার।