Pothik-文本歌词

Pothik-文本歌词

Mahtim Shakib
发行日期:

পথিক শিল্পী : মাহতিম শাকিব গীতিকবি : প্রসেনজিৎ ওঝা সুরকার :প্রসেনজিৎ ওঝা সংগীত আয়োজন : বিজন দাস লেবেল : প্রোটিউন ১২/১১/২০২৩ তুমি পথ হয়েই থাকলে আমি পথিক হয়েও তোমার দেখা পেলাম না।২ কতো ভালোবেসে কাছে ডাকলাম। বুকের ছায়ায় বেঁধে রাখলাম। তবুও আমি তোমার আপন হলাম না।। ভুল রাস্তায় ঠিকানা হারাই বার বার। শুনেও শোনোনা তুমি আমার চিৎকার।।২ তোমার চোখে অন্য কেউ চাঁদ জোছনা হয়েও তোমায় আমি ছুঁলাম না।। তুমি পথ হয়েই থাকলে আমি পথিক হয়েও তোমার দেখা পেলাম না।