পিঞ্জরের পাখি আমার যারে ভাবিতাম... বুকের পাজর দিয়া যারে আগলাইয়া রাখতাম.. কোন ফাকে সে অন্যের বুলি করিলো ধারণ...! চিনেনা পাখি আমারে শুনেনা বারণ। জংলার পাখি পোষ মানাইয়া হইলো রে মরণ.. ( ঐ) জানতাম নারে পোষা পাখি বুকে বসিয়া আচরে আচরে দিবে কলিজা ছিড়িয়া... এখন মানে নারে মন আমার এমনও দহন একটা জংলার পাখি পোষ মানাইয়া... আমার আমার বলে যারে করিতাম যতন কেমন করে সইবো রে তার নিষ্টুর আচরণ।। (২) মানে নারে মন আমার এমনও দহন জংলার পাখি পোষ মানাইয়া হইলো রে মরণ।।।