Ekhono-文本歌词

Ekhono-文本歌词

发行日期:

মুখরিত কোনো রাতের শেষে ভ্রান্ত এই মন অপূর্ণতায় পুড়ে অলিক কিছু কল্পনাতে বিভোর অধীর এখন ক্লান্ত ভীষণ থমকে থাকে ভোর. বিষন্নতায় রোদেলা ভোরে অবুঝ এই মন জেগে রয় অবাক চোখে আটকে থাকে ক্রোধ... সীমিত সময়ের তোমার এই সর্গতে তুমি কার মাঝে কে? ভুলে থাকে তোমাকে? নতুন দিনের আশাতে বিষন্ন সেই রাতের অপেক্ষা প্রভাতের দুচোখ জুড়ে করো জুড়ে প্রতিশ্রুতি ছিল যত তোমার কেনা সুখে বিলীন হবে নিভে যাবে রোদ...