অচেনা নও তুমি অতটা যে অনায়াসে তোমাকে ভুলে যাবো বিপ্রতীপ আজ হয়তো প্রেম তবু এমন আক্ষেপ আর কোথায় পাবো মন কী তবে কাঁচের দেয়াল ভাঙাই তোমার খেলা হয়ত তুমি আমারই নও ভাবছি তবু সারাবেলা ও--- মন ভাঙা সুরে নেশা রাতে তুমি নেই তবু তোমার সাথে বেদনায় নীল এই প্রাণ অভিমানী মেঘ ওড়ে স্মৃতি ফিরে আসে তুমি আছো এদু'চোখে ভিজে যাওয়া দীর্ঘশ্বাসে