Mon Bibagi Tomar Lagi-文本歌词

Mon Bibagi Tomar Lagi-文本歌词

Doly Mondol
发行日期:

মন বিবাগী তোমার লাগি পরান আমার মানে না। কোথায় গেলে পাবো দয়াল বলো তোমার ঠিকানা (দয়াল)। বল তোমার ঠিকানা। ডুবু ডুবু তরী আমার কুলের দিশা পেলাম না। কোথায় গেলে পাবো দয়াল বলো তোমার ঠিকানা।। ভবের মায়ায় কেটে গেল জীবনের প্রহর। জানিনা আর ক’দিন বাকি এই ধরার সফর। ক্ষনে ক্ষনে তোমায় ডাকি চাইগো দয়াল করুণা।। দূর করে দাও অন্তর জুড়ে আছে যত বেদনা।। তোমার নাম জপি দয়াল তুমি আশার আলো, লাঘব করো ওগো দয়াল মনের যত কালো। আর পারিনা সইতে আমি এই জীবনেরই যন্ত্রণা তোমার দয়ায় পাই যেনগো (দয়াল ) জীবনেরই পূর্ণতা।।