ভেবে নিলাম, তোর ফোন এলো, ভেবে নিলাম ! এলি পাশে তুই, ভেবে নিলাম, তুই কাছে, মন হারা মন মাঝে এক মনে ভেবেছি, আসবে না, জানি আসবেনা, আসে না দিন, থেকে যাক, মনে থেকে যাক, যা যা রঙিন, তুই ছাড়া ভাবি না, আজও ভাবি না, বলা হয়নি হয়নি বলা তুই ছাড়া ভাবি না আজও ভাবি না, বলা হয়নি, হয়নি বলা তুমির থেকে অনেক বেশি তোকে যেই দেখি! কি খুশি মন , কি জানি , তোরকি-এমন, এমনও-কি বুঝি-হয় ! দুপুরে , খালি পায়ে নূপুরে ,মনেমনে তুই, তুই আমার, চুপি চুপি , ভাবি একা চুপিচুপি , ভালো লাগে ভাবতে, কি যে আমার, তুই ছাড়া ভাবি না, আজও ভাবি না, বলা হয়নি হয়নি বলা ক্যান-তোকে, ভুলিনা আমি ক্যান - তোকে ! মন ফিরে চায়, ক্যান-চোখের , ভাষা পড়ে না ক্যান, যখন তাকায়, তুই ছাড়া ভাবি না, আজও ভাবি না, বলা হয়নি হয়নি বলা সে বোঝে না