Bondhu Roshiya-文本歌词

Bondhu Roshiya-文本歌词

Shimul Pranto
发行日期:

এই জগতের রং তামাশা বুঝলাম না এক রতি তোমায় ছাড়া নাইরে বন্ধু নাইরে মনের গতি হান্দাই রাখছি মনের ভিতর মাথায় রাখলে খাইবো উকুনে (উকুনে) ও.......ও.....হান্দাই রাখছি মনের ভিতর মাডিত রাখলে খাইবো পিপড়াতে Hook: ও..ও...বন্ধু রসিয়া কোথায় রইছো বসিয়া তোমার লাইগা বুকটা চিনচিন করে মইরা যাই ঝালে ও (2×) সিদা...সিদা দশ থেকে গাড়ি টান দিয়া ব্রেক করছে গিয়া ফেল দেখ জিন্জিরা কঠিন জীবন যাপন এইডা কেমন পিড়িত করছি না ধরলাম না ছুইলাম পুরান পাপেই মরছি আমি দেওয়ানা কইরা লাগাও চিপাত চাপাত পেজগি মাইয়া না আগুন আমি দেইখা পুরাই টাস্কি ও...... তোর টানা টানা চোখ যখন নজর পরে বুক খালি করে ধুকধুক আমি ভালোইতো ছিলাম এই ভালোবাসা ছাড়া এখন মনেতে তুই আমি দুনিয়া ছাড়া ওরে আমার কইরা দেন দয়াল কপালে দেন ফু দয়াল কইসে তলে তলে চালাস নাকি টেম্পু Hook: ও..ও...বন্ধু রসিয়া কোথায় রইছো বসিয়া তোমার লাইগা বুকটা চিনচিন করে মইরা যাই ঝালে ও (2×)