এই মোন কান্দে তোর লাইগা তুই তো বঝিস না রে দুই চোখ কান্দে রাত জাইগা ঘুম তো আসে না রে ও বন্ধুরে তুই ভুইলা গেলি আমায় কেমন করে তোর লাইগা কান্দে পরান ব্যাথা যে অন্তরে। তোর জন্য মোন বাগারে ফুটাইছিলাম ফুল সেই ফুলে যে কাটাও ছিল বোঝার ছিল ভুল। ও বন্ধুরে তুই ভুইলা গেলি আমায় কেমন করে তোর লাইগা কান্দে পরান ব্যাথা যে অন্তরে। জোয়ার শেষে শুকায় নদী ভাটায় যে হয় চর তেমনী আমায় কাছে টাইনা করলি আবার পর। ও বন্ধুরে তুই ভুইলা গেলি আমায় কেমন করে তোর লাইগা কান্দে পরান ব্যাথা যে অন্তরে।