তোমায় দেখতে এসে প্রেমে মজেছি এমন রূপের বাহার তোমার তোমার রূপে মজেছি কলকাতার ছেলে আমি, তুমি কল্যানীর আমার মনে চালিয়ে দিলে ভালোবাসার তীর তোমায় প্রেম করেছি তোমায় প্রেম করেছি তোমায় দেখতে এসে প্রেমে মজেছি এমন রূপের বাহার তোমার তোমার রূপে মজেছি দেনা পাওনায় ঝুঁকি আছে তাই, না দেবো, না নেবো তোমার বাবার থেকে তোমার হাত চেয়ে নেবো সঙ্গে নিও নিজের কাপড় কিছু সাজের প্রসাধন ভালোবাসায় মনের মাঝে থাকেনা, প্রলোভন কলকাতার ছেলে আমি, তুমি কল্যানীর আমার বুকে চালিয়ে দিলে ভালোবাসার তীর তোমায় প্রেম করেছি তোমায় প্রেম করেছি তোমায় দেখতে এসে প্রেমে মজেছি এমন রূপের বাহার তোমার তোমার রূপে মজেছি বিয়ের পর আমার বাসা তোমার হয়ে যাবে সেই বাসাতে ভালোবাসা শুধু রয়ে যাবে তুমি এসো কলকাতায় থেকো কলকাতায় হৃদয় ভরিয়ে রেখে দেবো শুধু ভালোবাসায় কলকাতার ছেলে আমি, তুমি কল্যানীর আমার বুকে চালিয়ে দিলে ভালোবাসার তীর তোমায় প্রেম করেছি তোমায় প্রেম করেছি তোমায় দেখতে এসে প্রেমে মজেছি এমন রূপের বাহার তোমার তোমার রূপে মজেছি