Ekbar Eshe-文本歌词

Ekbar Eshe-文本歌词

Aha Asad
发行日期:

তোমার আমার প্রেম কি হবে

মরণের পরে

একবার এসে দাওনি গো দেখা

বন্ধু আমারে

তোমায় কত খুজে গো মরি

নিশি রাত্রি দুপুরে।।

বলেছিলে বন্ধু আমার

হবে জীবন সাথী

মিষ্টি মিষ্টি কথা গো কইয়া

প্রেমে করলা রাজি

দিন গেল মাস গেল

বছর কত বাকি

এতদিনে বুঝলাম ওগো

সবই তোমার ফাঁকি।।

প্রথম যেদিন দেখি তোমার

চোখে মুখে হাসি

সেই হাসিতে পাগল কইরা

প্রেমে করলা রাজি

তোমার জন্য দিলাম আমি

সবকিছু যে ছাড়ি

না পারি যে সইতে গো আমি

না যেতে পারি বাড়ি।।