তোমার আমার পরিচয়
হলো বছর তিন
দেখতে দেখতে কেটে গেল
কতগুলো দিন
দুজনে বাসবো ভালো
থাকবো চিরদিন
যেওনা ছেড়ে আমায়
একা ফেলে অজানায়
তুমি যেওনা ছেড়ে আমায়
একা ফেলে অজানায়।।
দিনটি যেমন ভাল থাকে
সূর্য উঠিলে
রাতটা তেমন ভালো থাকে
চাঁদের আলোতে
তেমনি আমি ভালো থাকি
তুমি আসিলে ভালোবাসিলে।।
রোদ বৃষ্টি ঝরে তোমায় মনে পড়ে,
বৃষ্টিতে ভিজেছি দুজনে গোপনে
ধরেছি হাত হেঁটেছি পথ
দূর থেকে বহুদূরে শেষ।।