আমার মনেরও ভিতরে আনচান করে
বন্ধু তুমি কই
তুমি আসবে বলে
আজো আমি রাত্রি জেগে রই।।
সকালটা কাটে ভাবনাতে আর আর দুপুর আলসেমিতে
বিকেলটা মাঝে মাঝে লাগে ভালো তোমায় ভাবতে গেলে
তুমি আছো এ হৃদয় জুড়ে সে কথা কারে কই।।
তুমি আসবে বলে আজো আমি রাত্রি জেগে রই।।
মাথার ভিতরে করে ভনভন আর চারিদিকে শুধু তুমি
তুমি ছাড়া যেন চারিদিকে ধুধু মরুভূমি
তুমি আছো এ হৃদয় জুড়ে সে কথা কারে কই।।
তুমি আসবে বলে আজো আমি রাত্রি জেগে রই।।