Durer Brishti-文本歌词

Durer Brishti-文本歌词

Nandinii Sarega
发行日期:

দূরের বৃষ্টি

দূরের বৃষ্টি

দূরের বৃষ্টি

বৃষ্টি বৃষ্টি

হয়ে থেকে গেলে

দূরের বৃষ্টি হয়ে থেকে গেলে

পারলে না

ভেজাতে আমাকে

বর্ষণের গর্জন, ভালোই ছিলো

পারলে না

কথা রাখতে

কি?

পাকা ছাদ ছিল না তাই

কি?

চলন্ত চাকা ছিল না তাই

তাই কি

হতে পারিনি

তোমার বাড়ির জামাই

জানা নেই,, বলে যাওনি তুমি

প্রেম করে ছেড়ে গেলে

পারলে না কথা রাখতে

দূরের বৃষ্টি হয়ে, থেকে গেলে

দিবা রোদ্দুর, জানিনা

যাবো কত দূরে

তোমার শহর ছেড়ে,

আর আসবো না ফিরে

রেখে নাও তোমার দেওয়া

যা কিছু আছে ,আমায় ঘিরে

আমার মনের নীড়ে

প্রেমের বৃষ্টির ছিটে

যাচ্ছে রোদ্দুরে উড়ে

তীব্র রোদ্দুর,

যাচ্ছে নিয়ে,

তোমার থেকে অনেক দূরে

হাওয়া বদলের পালা

আমি বুঝতে পারিনি

এমন বদলাবে তুমি

আমি ভাবতে পারিনি

নাটক শুধুই নাটক

তোমার জানা আছে

তোমার প্রেমের নায়ক

তোমার হয়ে গেছে

দূরের বৃষ্টি হয়ে থেকে গেলে

পারলে না ভেজাতে আমাকে

বর্ষণের গর্জন, ভালোই ছিলো

পারলে না কথা রাখতে