তোর নামেতে লেখা ডায়রি,,
পড়ে দেখিস তুই
চুপ থাকিতে পারবিনা তুই,,
কাঁদবিরে শুধুই ।।
প্রথম পাতায় লেখা ছিল
প্রথম দেখার কথা
শেষ পাতাতে লেখা আছে
আজই শেষ কথা
তোর নামেতে লেখা ডায়রি,,
পড়ে দেখিস তুই
ও চুপ থাকিতে পারবিনা তুই,,
কাঁদবিরে শুধুই ।।
ডাইরির প্রতি পাতায় পাতায়,,
পাবি চোখের জল
তোরে ভালোবাসি বলে
দিলি এমন ফল ।।
মইরা গেলে দেখতে আমায়,,
আসিস নারে তুই
ও চুপ থাকিতে পারবিনা তুই,,
কাঁদবিরে শুধুই ।।
তুইতো ছিলি পাষাণ বন্ধু
কঠিন তোর মন
একটু ভালোবাসলে আমায়
বাঁচতো এই জীবন
মইরা গেলে দেখতে আমায়
আসিস নারে তুই
ও চুপ থাকিতে পারবিনা তুই,,
কাঁদবিরে শুধুই ।।।