মিঠা মিঠা কথা কইয়া নিলো আমার মন।
এখন বন্ধু সারাক্ষণই করে জ্বালাতন।
উপরেতে দেখায় ভালা ভিতরে তার কালা।
আমারে মাইরা ফালা আমারে মাইরা ফালা।
আর সহেনা পিরীতের জ্বালা।
আদর কইরা কাছে নিয়া মুখ ফিরাইয়া নিছে।
আপন কইরা পাওয়ার জন্য কত আশা দিছে।
এখন বন্ধু প্রেম গুদামে মাইরাছে তালা।
ডাকতো আমায় জান পরাণ সোনা পাখি কইয়া।
সেই মানুষটাই গেলো এখন আমার শত্রু হইয়া।
কত দুঃখ আমার বুকে যায় নারে বলা।