না হাত ভেঙেছে
না পা ভেঙেছে
তার সঙ্গে প্রেম করে
মন ভেঙেছে
তাই স্বাদ মিটেছে,
প্রেম ঘুচেছে
তার সঙ্গে প্রেম করে
মন ভেঙেছে
বলে
তোমার বাংলো আছে কিনা
বলে
তোমার গাড়ি আছে কিনা
বলে
তোমার ভালোবাসা ছাড়া কিছুই চাই না
এই এমন প্রেরণা, যা সওয়া যায় না
ভালোবাসার মাথা মুন্ডু
আমি,,,কিছুই বুঝি না
তাই স্বাদ মিটেছে,
প্রেম ঘুচেছে
তার সঙ্গে প্রেম করে
মন ভেঙেছে
না হাত ভেঙেছে ,
না পা ভেঙেছে
তার সঙ্গে প্রেম করে
মন ভেঙেছে
মনের কষ্ট শুধু এই
সেই ভালোবাসা কই
ভালোবাসায় ওপরে ওঠার
ভেঙে গেছে, মই
উপর থেকেই পোরে
টপ, টপা টপ মরে
স্বার্থ পরের মতো
হৃদয় গেছে গড়ে
একটু মনের প্রেম পেতে
করতে হবে, তপস্যাই
শত জনম নিয়ে যদি
একটিবার, পাই
কে, কখন, কাকে,
ভালোবেসেছে
বিনা চেয়ে, বিনা পেয়ে
কে? ভালোবেসেছে
না হাত ভেঙেছে, না পা ভেঙেছে
তার সঙ্গে প্রেম করে, মন ভেঙেছে
তাই স্বাদ মিটেছে, প্রেম ঘুচেছে
তার সঙ্গে প্রেম করে, মন ভেঙেছে