Tumi Nei (Acoustic Version)-文本歌词

Tumi Nei (Acoustic Version)-文本歌词

Shamiul Shezan
发行日期:

আঁধার নিঝুম পথ খুব ব্যাকুল

হয়ে চাইছে মরীচিকার পুতুল

আজও সইছে নিরবতা এই নিঃস্ব ফুল

দূর বহুদূর হারানো দুপুর

আনমনে রাত্রি আকাশ যাপন

ভেজা চোখ ধুসর হয়ে চাইছে

মিথ্যে সুখ

সব আঁধার ক্লান্ত রাত

ব্যর্থ মায়া তোমার

হারিয়ে বহুদূর

সেই রঙিন আকাশ

বৃষ্টি আজও ভেজায় আমায়

শত হারানো মায়ায়

আঁধারে আলো খুঁজে বেরাই

যা ছিলনা আমার

আঁধার রাতে নির্জন পথে

কেটে যাওয়া ক্লান্ত রাত

বদ্ধ ঘরে ব্যর্থ সুরে

লিখে যাই হারানো গান

তুমি নেই

তুমি নেই

তুমি নেই

তুমি নেই

তুমি নেই

তুমি নেই

নিস্তব্ধ শহরে

অদেখা ছলনা তোমার

বিষণ্ণতায় ঘিরে

মিথ্যে সে কান্না জ্বলে

খুঁজেছি ভালোবাসা

বোঝেনি মন তোমাকে

শূন্য হৃদয়ে

জমে থাকা কত যন্ত্রণা

ভলেনি তোমার ছায়াকে

শেষ গল্পে হেরে যাবো

বুঝিনি কোনভাবে

তোমার বিষাক্ত মায়াতে

সব আঁধার ক্লান্ত রাত

ব্যর্থ মায়া তোমার

হারিয়ে বহুদূর

সেই রঙিন আকাশ

বৃষ্টি আজও ভেজায় আমায়

শত হারানো মায়ায়

আঁধারে আলো খুঁজে বেরাই

জা ছিলনা আমার

আঁধার রাতে নির্জন পথে

কেটে যাওয়া ক্লান্ত রাত

বদ্ধ ঘরে ব্যর্থ সুরে

লিখে যাই হারানো গান

তুমি নেই

তুমি নেই

তুমি নেই

তুমি নেই

তুমি নেই

তুমি নেই