Beduin-文本歌词

Beduin-文本歌词

Chander Gari&Shahedur Rahman
发行日期:

নিহত স্বপ্নের মিছিলে স্লোগান উঠেছে

বন্দীর তালিকায় নাম এসেছে আজ মুক্তির

নিহত স্বপ্নের মিছিলে স্লোগান উঠেছে

বন্দীর তালিকায় নাম এসেছে আজ মুক্তির

শুকনো রক্তের দাগ স্পষ্ট বলে দিয়েছে

ভিজবে বলে তাই প্রার্থনা আজ বৃষ্টির

একা বেদুঈন মরুর পথে ছুটে যাচ্ছি

পাথর সরিয়ে বুকের ভেতর, সূর্য আজ আমি পুষি

একা বেদুঈন মরুর পথে ছুটে যাচ্ছি

পাথর সরিয়ে বুকের ভেতর, সূর্য আজ আমি পুষি

এই মানচিত্রের আকাশ গেছে চুরি হয়ে

ছাড়তে হচ্ছে দেশ পাল্টে দিতে আমার হিসেব

এই মানচিত্রের আকাশ গেছে চুরি হয়ে

ছাড়তে হচ্ছে দেশ পাল্টে দিতে আমার হিসেব

তোমার পথের ধারে সাদাকালো গ্রাফিতি

হচ্ছি নিখোঁজ প্লিজ নিও না অন্তত আমার খোঁজ

একা বেদুঈন মরুর পথে ছুটে যাচ্ছি

পাথর সরিয়ে বুকের ভেতর সূর্য আজ আমি পুষি

একা বেদুঈন মরুর পথে ছুটে যাচ্ছি

পাথর সরিয়ে বুকের ভেতর সূর্য আজ আমি পুষি

একা বেদুঈন মরুর পথে ছুটে যাচ্ছি

পাথর সরিয়ে বুকের ভেতর সূর্য আজ আমি পুষি

একা বেদুঈন মরুর পথে ছুটে যাচ্ছি

পাথর সরিয়ে বুকের ভেতর সূর্য আজ আমি পুষি