আকাশ জুড়ে জ্ঞানের প্রদীপ শিখা
জ্বলছে স্বমহিমায়
কোমল প্রাণে জানবার ইচ্ছেটা
ব্যস্ততা বাস্তবতায়।
৭৫ বছর পায়ে পায়ে এগিয়ে
শত বাঁধা পেরিয়ে যে শিক্ষালয়।
আবেগ ভালোবাসার প্রত্যয়
জলঙ্গী উচ্চ বিদ্যালয়। (২)
হীরক জয়ন্তী উদযাপন
স্মৃতি ঘেরা স্বপ্নের জ্ঞানালয়।
জলঙ্গি উচ্চ বিদ্যালয় ( টান,,,,,,,,,,,)
বর্তমানে আর ফেলে আসা দিনগুলো
কি জানি কেমন বড্ড ভাবাই
অতুলনীয় প্রিয়, শিক্ষাদানের শ্রেয়
সমাজের ঞ্জানের আলো যে দেখায়।
পদ্মার ত্রাসে ভবন গ্রাসে
শেষ থেকে শুরু ঐতিহ্যে সদায়
যেখানে আছে মিশে ছেলেবেলা পরিশেষে
স্মৃতিদের আনাগোনা বড্ড কাঁদাই।
পড়ুয়া যতো আর প্রাক্তনীদের নিয়ে
স্মৃতি ঘেরা আমাদের বিদ্যালয়
শিক্ষাগুরুর দ্বারা প্রতিষ্ঠিত যারা
প্রতিষ্ঠানে তাহাদের রিদয়।
ব্যস্ততা তবু আজও ছুটে আসি এ কিনারে
যে দুয়ারে শিক্ষিত আজও মেধায়।
যাক এগিয়ে আজীবন এ প্রতিষ্ঠান
ভবিষ্যতের দিশা যাকে দেখে পাই।