গল্পটা তো এমনও হতে পারতো
তোর আমার গোছানো জীবন
গল্পটা তো এমনও হতে পারতো
তুই আর আমি পাশাপাশি সারাক্ষণ
মিছে অভিনয় মন্দ লাগে ভুলে যেতে চাই তোর আগে
আমাকে তুই ক্ষমা করে দিস
আমার আইডেন্টিটি ক্রাইসিস
মুখোশ খুলে দেখ অসহায় একটা মুখ
তার ভেতরে আরো আছে ভাঙা একটা বুক
স্বপ্ন ভাঙ্গার ভয় কি জানি কি হয়
এত চেয়েও দিনের শেষে চাঁদ আমার নয়