মায়া নামের শিকল বেড়ি
বাইন্ধা পাখির পায়
আদর দিয়া তারে আমি
পুষিলাম খাচায়
যদি তার মনে না চায়
জোর করে কি যায়রে পোষা
বুকেরই খাচায়
পাষাণ পাখি গেলো ভুলে
আমার আদর যতন
এই বুকেতে ছিলো পাখি
ঝিনুক মুক্তার মতন
বুঝলোনারে বেঈমান পাখি
শুন্যে উইড়া যায়
যদি তার মনে না চায়
জোর করে কি যায়রে পোষা
বুকেরই খাচায়
মুখে পাখির মধুর হাসি
অন্তরে তার বিষ
কেমন সুখে আছে পাখি
একটু খবর দিস
বুকে জমা কষ্ট নিয়া
বেলা বয়ে যায়
যদি তার মনে না চায়
জোর করে কি যায়রে পোষা
বুকেরই খাচা