দয়াল দেহ নামের এই অফিসে
তুমি হইলা হুকুমদার
দমের ঘরে তুমি ম্যানেজার।।
ঘুরে ফিরে বটের তলে
দুনিয়াটা গোলাকার
সর্বস্থানে বিরাজ কর
স্বরুপ তোমার চমৎকার।
না চিনিয়া হই গোনাহগার
হারিয়াছি গো হার।।
দুনিয়া নামের আড়তে
তুমি বড় আড়ৎদার
অমূল্যদের মাঝে আমি
তুচ্ছ একটা খরিদদার।
দূরে ঠেলে দিওনা আর
দিলওয়ালে দিলদার।।
নিরস অনুর হৃদয়টারে
সরস করে দাও দেদার
দূর্মতিতে মতি দিয়ে
দূর করে দাও অন্ধকার
মরমিয়া মন মনোহর
করি তোমার জয়জয়কার।।