এত সাহস তোমার মনে
শোনো না, কারোর কথা
কাউকে তুমি, হাসাও ভরে
কাউকে দাও ব্যথা
(Varse 01)
কে তুমি হে? কে তুমি
শুনেছি, ছোট্ট ঘরি
টুকুর, টুকুর, করে চলো
কিন্তু,, কান্ড তোমার ভারী
ন্যায় তুমি , বিচার তুমি
তোমার চরণ ধরি
ন্যায় অন্যায়, সবই দেখো
সময়ের ছোট্ট ঘড়ি
(Corus 01 )
তোমায় যে সঙ্গী করে
সাথী তুমি তার
নীরাদরে তোমার রাগ
করো ছারখার
তুমিই উপহার
সচল ব্যবহার
যার যেমন আদর
সে তেমন পাওনাদার
(Varse 02)
নতুন বছর এলো
নিয়ে এলে তুমি
তোমার হাতটি ধরে
জাগলো বিশ্বভূমি
সময় তুমি থেকো
মানবতার সাথে
অঘটনের অদূরে
সংগঠনের সাথে
(Brize)
টুকুর টুকুর করে চলো
কিন্তু কান্ড তোমার ভারী
ন্যায় অন্যায় সবই দেখো
সময়ের ছোট্ট ঘড়ি
(Corus 02)
তোমায় যে সঙ্গী করে
সাথী তুমি তার
নীরাদরে তোমার রাগ
করো ছারখার
তুমিই উপহার
সচল ব্যবহার
যার যেমন আদর
সে তেমন পাওনাদার