Venge Chure Jai-文本歌词

Venge Chure Jai-文本歌词

Imran Mahmudul
发行日期:

আমি ভেতর থেকে

ভেঙ্গে চূঁড়ে যাই

যদি ক্ষণিক তোকে

দেখতে না পাই

এই বুকটা জ্বলে

এই বুকটা পোড়ে

তোকে মনের খুব

কাছা কাছি চাই।

এই মন আমার

হয় উড়াল পাখি

খোঁজে তোকে মেলে

দুটি ডাগড় আখিঁ

এই হৃদয় টলে

চোখ ভরে জলে

এই হৃদয় টলে

চোখ জলে ভরে

ঐ নীল নিলিমার

কোথাও তুই নাই।

সেই দিন আমার

দেয় স্মৃতি আঁকি

সেযে তোরই কথা

বলে নিড়ালে ডাকি

মনে প্রদীপ জ্বলে

চোখে বিরহ দোলে

ঐ আশা নিরাশার

মাঝে তোকে পাই

আমি ভেতর থেকে

ভেঙ্গে চূঁড়ে যাই

যদি ক্ষণিক তোকে

দেখতে না পাই।