Murshidabad Amar gorbo-文本歌词

Murshidabad Amar gorbo-文本歌词

Dj Sohel Y.T
发行日期:

মুর্শিদাবাদ, তুমি তো শুধু একটি নাম নও,

তুমি বুকে বহন করো বাঙালির হাজার বছরের ব্যথা।

তোমার প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাসের মিষ্টি-কষ্টের কথা মুর্শিদাবাদ শুধু একটি নাম নয় এটা আমার গর্ভ এই দেশটাকে আমরা সোনার বাংলা গড়ে তুলবো

মুর্শিদাবাদ, তোমার আকাশে রোদ মাখা বিকেল,

গঙ্গার জলে ভেসে আসে ইতিহাসের নিঃশ্বাস।

নবাবের প্রাসাদে আজও জমে আছে ইতিহাস

মুর্শিদাবাদ শুধু একটি নাম নয় এটা আমার গর্ভ এই দেশটাকে আমরা সোনার বাংলা গড়ে তুলবো

মুর্শিদাবাদ তোমার মাটিতে জন্ম দিয়েছে কত শত কবি শিল্পী তোমার মাটিতে জন্ম নিয়ে আমি নিজেকে ধন্য

মনে করছি মুর্শিদাবাদ শুধু একটি নাম নয় এটা আমার গর্ভ এই দেশটাকে আমরা সোনার বাংলা গড়ে তুলবো

বৈশাখের ঝড়েও তোমার প্রকৃতি হাসে,

মেঘের নিচে লুকিয়ে থাকা রোদের আভা,

আষাঢ়ের বৃষ্টি তোমার মাটিতে ফোটায় সুখ,

গঙ্গার তীরে বসে শোনা যায় প্রকৃতির সুর।

মুর্শিদাবাদ শুধু একটি নাম নয় এটা আমার গর্ভ এই দেশটাকে আমরা সোনার বাংলা গড়ে তুলবো

তোমার বুকে যখন আসে বসন্তের হাওয়া,

ফুলের রঙে রাঙা হয় মুর্শিদাবাদের কোনা কোনা

প্রকৃতির বুকে লুকিয়ে থাকে এক সোনালি দিন,

মুর্শিদাবাদ, তুমি তো প্রকৃতির চিরকালীন বন্ধু,

মুর্শিদাবাদ শুধু একটি নাম নয় এটা আমার গর্ভ এই দেশটাকে আমরা সোনার বাংলা গড়ে তুলবো

কবিতা: মুর্শিদাবাদ আমার গর্ভ

লেখক : সোহেল