Moner Byatha-文本歌词

Moner Byatha-文本歌词

Nandinii Sarega
发行日期:

মনের ব্যথা, আর যায় না

ব্যর্থ চেষ্টা, ফল পায় না

আগুন ছুঁয়ে দেখি, ওরে

তার, জ্বালা হয় না

তার জ্বালা, হ্যাঁ তার জ্বালা,

অনেক বেশি

জ্বলন্ত আগুনের থেকে

আগুনের থেকে

মনের ব্যথা ভুলতে পারা

অতই সোজা নয়

চোট খেয়েছে তোমার প্রেমে

মন ব্যথা ময়

প্রেমের কথা ভুলে যাওয়া

এতই সোজা নয়

বুকের ব্যথা সয়ে নেওয়া

এতই সোজা নয়

প্রেমের করেছ নয় ছয়

সেটা ভোলা সোজা নয়

ভুলতে পারো তুমি এসব

আমি, একেবারেই নয়

মনের ব্যথা ভুলতে পারা

অতই সোজা নয়

বুকের ব্যথা সয়ে নেওয়া

এতই সোজা নয়

তোমার আতুসি কথার মাঝে

পেয়েছিলাম খুশি

এখন ভাবি ছিলাম বোকা

দুঃখ পেলেও, হাসি

তোমার বাড়ে উঠেছি

তাই ভালোই ডুবেছি

মন ভোলানো কথাগুলো

ভাবছি রাশি রাশি

ওই ফানুসের মতো

উড়েছিলাম আকাশে

তোমার সাথে সাথে

প্রেমের হাওয়া খেতে

আগুন তুমি নিভিয়ে দিলে

তাই, পড়েছি খাদে

হাত আমার ছেড়ে দিলে

আছি, অবসাদে

ওই ফানুসের মতো

উড়েছিলাম আকাশে

তোমার সাথে সাথে

প্রেমের হাওয়া খেতে

আগুন তুমি নিভিয়ে দিলে

তাই, পড়েছি খাদে

হাত আমার ছেড়ে দিলে

আছি, অবসাদে

এখন বাঁচার অপেক্ষায়

মরন সোজা নয়

চোট খেয়েছে তোমার প্রেমে

মন ব্যথা ময়

মনের ব্যথা ভুলতে পারা

অতই সোজা নয়

বুকের ব্যথা সয়ে নেওয়া

এতই সোজা নয়